১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৬:১১
মুন্সিগঞ্জে উন্নয়ন মেলা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
খবরটি শেয়ার করুন:

রুবেল ইসলামঃ মুন্সিগঞ্জে বর্ণিল সাজে উন্নয়ন মেলা উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে শোভাযাত্রা করেছে জেলা প্রশাসন।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মুন্সিগঞ্জ কালেক্টরের প্রাঙ্গন থেকে শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি কালেক্টরের প্রাঙ্গন থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে কালেক্টর প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে সামনে রেখে প্রান্তিক পর্যায়ের জনগণকে বর্তমান সরকারের উন্নয়নের ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে ৯ থেকে ১১ জানুয়ারী মুন্সিগঞ্জ কালেক্টর প্রাঙ্গনে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত থেকে মেলার উদ্বোধন করেন।

এই মেলায় সরকারী-বেসরকারী দপ্তর, এজিও এবং আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানা, স্থানীয় সরকার মন্ত্রানালয়ে আবু সালেহ মোহাম্মদ মহিউদ্দিন খাঁ, জেলা সিভিল সার্জন শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শওকত আলী মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) হারুন-আর-রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ফজলে আজিম, এসপি হেড কোয়ার্টার আসাদউজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া জাহান, মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব সহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা এবং মুন্সিগঞ্জ পৌরসভার সকল স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত হয়েছেন।

error: দুঃখিত!