১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
বুধবার | দুপুর ১২:৩৯
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে উচ্চাঙ্গসঙ্গীতের আসর
খবরটি শেয়ার করুন:

দেশি-বিদেশি সঙ্গীতশিল্পীদের অংশগ্রহণে মুন্সিগঞ্জ শহরে হয়ে গেল উচ্চাঙ্গসঙ্গীতের আসর।

শহরের সার্কিট হাউসে মঙ্গলবার রাত ৮টা থেকে ভোর পর্যন্ত অনুষ্ঠান উপভোগ করেন সঙ্গীতানুরাগীরা।

সারং সাংস্কৃতিক পরিষদ আয়োজিত আসরে উচ্চাঙ্গসঙ্গীত পরিবেশন করেন ভারতের আকাশবাণীর শিল্পী অসিত দে, বাংলাদেশ টেলিভিশন ও বেতারের শিল্পী ওস্তাদ ইয়াকুব আলী খান, ইউসুফ আহমেদ খান, মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক আওলাদ হোসেন প্রমুখ।

মুন্সিগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ, সিভিল সার্জন মো. সিদ্দিকুর রহমান, মুক্তিযোদ্ধা সদর উপজেলা কামান্ডার এম এ কাদের মোল্লা অনুষ্ঠানে আসেন।

জেলার সঙ্গীতানুরাগীরা রাতভর অনুষ্ঠান উপভোগ করেন। সার্কিট হাউস মিলনায়তন ছিল কানায় কানায় ভরা।

error: দুঃখিত!