১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | সকাল ১০:৪৩
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে দোয়া ও আনন্দ র‌্যালী
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৫ অক্টোবর, ২০২২, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপনকে সামনে রেখে দোয়া ও আনন্দ র‌্যালী অনুষ্টিত হয়েছে।

আজ বুধবার সকাল ৭টা’র দিকে উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের টেংগারচর পূর্বপাড়া মাদ্রাসা সংলগ্ন বাজার থেকে একটি আনন্দ র‌্যালী বের হয়।

টেংগারচর, উত্তর শাহাপুর, জামালদি সহ জেলা-উপজেলা থেকে আনন্দ র‌্যালীতে হাজারও মানুষ অংশগ্রহণ করেন। পরে আনন্দ র‌্যালীটি টেংগারচর বাজার থেকে হোসেন্দি ইউনিয়নের জামালদি বাসস্ট্যান্ড ঘুড়ে টেংগারচর সেতুতে এসে দোয়া এবং মোনাজাতের মাধ্যমে তোবারক বিতরণ করে শেষ হয়।

আগামী ৯ অক্টোবর রোববার সারাদেশে ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত হবে।

এসময় উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত এর সভাপতি সিরাজুল ইসলাম মুজাদ্দেদী, সাধারণ সম্পাদক হযরত মাওলানা মঈন উদ্দিন আশরাফী, আব্দুল মতিন সরদার, সাংগঠনিক সম্পাদক  হযরত মাওলানা ওমর ফারুক বিক্রমপুরী, গজারিয়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জাহাঙ্গীর হোসাইন, সহ সাধারণ সম্পাদক হুসাইন রেজা, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, প্রচার সম্পাদক হাফেজ মো: চিস্তি আজমিরী, হাফেজ আব্দুল কাদির প্রমুখ।

error: দুঃখিত!