মুন্সিগঞ্জ, ৮ নভেম্বর, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে ইয়াবা সহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (৮ নভেম্বর) রাতে মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার হাসাইল এলাকা থেকে তাকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি মোজাম্মেল হক জানান, হাসাইল খোকন ব্যাপারীর বাড়ির পাশে ফাঁকা জায়গা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর এলাকার জালাল উদ্দিন হাওলাদার এর ছেলে হালিম হাওলাদার (৩১) কে ৭৫ পিছ ইয়াবা সহ আটক করা হয়।
তিনি জানান, আটক মাদক কারবারীর বিরুদ্ধে টংগিবাড়ী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।