১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ১:২৩
মুন্সিগঞ্জে ইয়াবাসহ আটক ২
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৯ সেপ্টেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিবি জানায়, আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সদর থানার চর কিশোরগঞ্জ এলাকার ইমন হোসেনের বন্ধ মুদি দোকানের সামনে পাকাঁ রাস্তার উপর হতে ১০০ পিছ ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার চর হোগলা এলাকার আব্দুল আজিজ এর ছেলে মোহাম্মদ আলী (৩৮) ও একই এলাকার তারা মিয়ার ছেলে সুমন হোসেন (৩৪)।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি আবুল কালাম আজাদ জানান, আটকদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় এজাহার দায়ের করা হইয়াছে। নিয়মিত মামলা রুজু প্রকৃয়াধীন।

error: দুঃখিত!