১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | ভোর ৫:০৩
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে ইস্পাত কারখানার রড চাপায় শ্রমিক নিহত
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৩ মার্চ, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় আকিজ ইস্পাত ফ্যাক্টরিতে রড চাপায় আহত হয়ে এক শ্রমিক মারা গেছেন।

আজ সোমবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার বাউশিয়া এলাকায় স্টিলের ইস্পাত উৎপাদনকারী কারখানাটিতে মালামাল উঠানোর সময় ক্রেন থেকে পড়ে যাওয়া রডের চাপায় গুরুতর আহত হন কারখানার শ্রমিক শাহীন দেওয়ান (৪৫)। পরে অন্যান্য শ্রমিকরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মো. শাহীন দেওয়ান উপজেলার বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়া গ্রামের মৃত আব্দুল বারেক দেওয়ানের ছেলে।

স্বজন ও পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পুরান বাউশিয়া এলাকায় গড়ে উঠা আকিজ ইস্পাত কারখানায় দীর্ঘদিন ধরে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন নিহত শাহীন। এর আগে গেল বছরের ১৯ অক্টোবর একই কারখানায় ক্রেন থেকে পড়ে যাওয়া ম্যাগনেটের চাপায় আবুল কালাম (৩২) নামে আরেক শ্রমিক মারা যান।

শ্রমিক নিহতের ঘটনায় কারখানা কতৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

গজারিয়া থানার ওসি মোল্লা সোহেব আলী জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

error: দুঃখিত!