মুন্সিগঞ্জ, ২২ মে ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ শহরের যোগিনীঘাট এলাকা থেকে দুইশো পিস ইয়াবাসহ স্বামী ও স্ত্রীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ সোমবার দুপুর ৩টার দিকে পৌরসভার দক্ষিণ ইসলামপুরের যোগিনীঘাট এলাকায় অভিযান চালিয়ে ঐ এলাকার মৃত শওকত ব্যাপারীর পুত্র মনির হোসেন মন্টু (৫০) ও তার স্ত্রী সেলিনা বেগমকে (৩৫) দুইশো পিস ইয়াবাসহ আটক করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁঞা এসব তথ্য জানান। তিনি জানান, আটক দম্পতির বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।