১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | বিকাল ৩:৪৩
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে ইয়াবাসহ আটক ৩, ২ জনের জেল
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২২ ফেব্রুয়ারি, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩জনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বুধবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত অভিযানে সদর উপজেলার পঞ্চসার জিয়সতলা এলাকা থেকে ঐ এলাকার আলকেছ মোল্লার ছেলে স্বপন মোল্লা (৩৮) কে ২৫০পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের হয়েছে।

অন্যদিকে, দুপুর সাড়ে ৩টা’র দিকে পঞ্চসারের মিরেশ্বরাই বাস্তহারা এলাকা থেকে মো. বিল্লাল হোসেনের ছেলে মো. সুজন (৩১) ও আওলাদ হোসেন এর ছেলে লিমন (২৪ ) কে ১৫পিছ ইয়াবাসহ আটক করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উভয়কে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেন ৷

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁঞা এসব তথ্য নিশ্চিত করেন।

error: দুঃখিত!