মুন্সিগঞ্জ, ২৬ ফেব্রুয়ারি, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে ইটভাটায় অভিযান চালিয়ে ১১ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুরচর ইউনিয়নে এ অভিযান চালানো হয়।
সরকারি খাস জমি ও ফসলি জমির মাটি ব্যবহার এবং জেলা প্রশাসনের ছাড়পত্র ছাড়াই ইটভাটা পরিচালনার দায়ে ৪ টি ইটভাটাকে এসময় ১১ লাখ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এতে অংশ নেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিরাজদিখান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও আহমেদ সাব্বির সাজ্জাদ জানান, সিরাজদিখানে দীর্ঘদিন ধরে ইটভাটাগুলো অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। আইন অমান্য করে কৃষিজমির মাটি কাটা ও ছাড়পত্র ছাড়াই ভাটাগুলোতে ইট তৈরি করছিল। ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে অভিযান চালিয়ে চারটি ইটভাটাকে ১১ লাখ টাকা জরিমানা করেছেন।
তিনি আরও জানান, অভিযানে ন্যাশনাল ব্রিকসের মালিক লিয়াকত আলিকে দুই লাখ টাকা, এমএস মক্কা মদিনা ব্রিকসের মালিক কোরবান আলিকে দুই লাখ টাকা, এমএস মামা ভাগিনা ব্রিকসের মালিক রাজিব মোল্লাকে ৩ লাখ টাকা এবং এমএস আকবরনগর ব্রিকসের মালিক ইকবাল হোসেনকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।