১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | বিকাল ৩:২৪
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে ইটভাঙ্গার গাড়ি খাদে পড়ে দুইজন নিহত
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৭ ডিসেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইটভাঙ্গার গাড়ি খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার বিকেল ৩ টা’র দিকে উপজেলার মধ্যপাড়া বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার পশ্চিম শিয়ালদি গ্রামের জামাল বেপারীর ছেলে ইটভাঙ্গার গাড়ির চালক মো. খলিল (৪০) এবং লৌহজং উপজেলার কড়ারবাগ গ্রামের মো. সিরাজের ছেলে গাড়ির হেলপাড় মো. মিজান (২৯)।

সিরাজদিখান থানার ওসি মিজানুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেল ৩ টা’র দিকে মধ্যপাড়া গ্রাম থেকে ইটভাঙ্গার গাড়িটি কড়ারবাগ গ্রামে যাচ্ছিলো। পথিমধ্যে মধ্যপাড়া বাজারের দক্ষিণের পাকা সড়কে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মো. খলিল। গুরুতর আহত অবস্থায় গাড়িতে থাকা মিজানকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক। পরে ঢামেকে নেওয়ার পথে মারা যান মিজান।

error: দুঃখিত!