১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৩:৩৭
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে ইউপি সদস্যের বাড়ি থেকে শুটার গান ও কার্তুজ উদ্ধার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩০ মে, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের মাথাভাঙ্গা (বড় পাঁচআনি) গ্রামের ইমামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ১ নং ইউপি সদস্য দেলোয়ার মেম্বারের পরিত্যক্ত ঘর থেকে র‌্যাব ১০ এর একটি টিম অভিযান চালিয়ে একটি শুটার গান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে।

শনিবার (২৯  মে) সন্ধ্যার পূর্বে এই অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনাকারী র‌্যাব ১০ এর অপারেশন অফিসার এনায়েত কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিত্যাক্ত বাড়ি থেকে একটি শুটার গান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে ইউপি সদস্য দেলোয়ার হোসেনের চাচাতো ভাই হোসাইন বলেন, আমাদের পরিবারকে বিপদে ফালানোর জন্য পরিকল্পিতভাবে কেউ এ ঘটনা ঘটিয়েছে।

এ ব্যাপারে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানান, মাথাভাঙ্গা গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।

error: দুঃখিত!