মুন্সিগঞ্জ, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই বাবার সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন তাঁদের দুই ছেলে।
গতকাল রোববার দুপুরে উপজেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়ন জমা দেন তাঁরা।
বাবা-ছেলে চার প্রার্থী হলেন, ইউনিয়নটির সাবেক চেয়ারম্যান আলী আহমেদ শেখ ও তাঁর ছেলে সাগর আহম্মেদ শেখ এবং হাজী মঞ্জুর আলী শেখ ও তাঁর ছেলে শেখ ফরিদ হাসান। তাঁরা চারজনই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।
আগামী ১৩ মার্চ এই নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রার্থী আলী আহমেদ শেখ বলেন, ‘আমার কিছু ব্যাংকঋণ ছিল। যদি কোনো কারণে বাদ পড়ে যাই, তাই ছেলেকে প্রার্থী করেছিলাম। ২৬ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আমারটা বৈধ হলে সেদিন আমার ছেলে মনোনয়ন প্রত্যাহার করে নিতে পারে।’
হাজী মঞ্জুর আলী শেখ বলেন, ‘যাচাই-বাছাইয়ে ঝামেলার একটা শঙ্কা তো থাকেই। এরপরও আমার ছেলে নির্বাচনে শেষ পর্যন্ত প্রার্থী হিসেবে থাকবে। প্রার্থী হিসেবে থাকলে লাভ আছে।’
কী লাভ আছে, জানতে চাইলে তিনি মুচকি হেসে বলেন, ‘কেন্দ্রে অনেক সময় প্রভাবশালীরা প্রভাব বিস্তার করতে পারেন। ছেলে প্রার্থী হলে আমাদের এজেন্টের সংখ্যা বাড়বে। এতে করে চাইলেও অন্য প্রার্থীর এজেন্টরা জোর প্রয়োগ করতে পারবেন না।’
ওই ইউপিতে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এইচ এম সুমন হাওলাদার, সাবেক চেয়ারম্যান মিলেনুর রহমান হাওলাদার, শেখ মো. সেলিম, মিজানুর রহমান মোল্লা, ইসলামী আন্দোলনের মোস্তফা ব্যাপারী ও আলী জাফর।
টংগিবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা এম কে আহমেদ বলেন, পাঁচগাঁও ইউনিয়ন পরিষদে আগামী ১৩ মার্চ ইভিএম পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হবে। মোট ৯টি ওয়ার্ডের ১০টি কেন্দ্রে এই ভোট গ্রহণ হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়ারম্যান পদে ১০ জন, সাধারণ সদস্য পদে ৩৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।