মুন্সিগঞ্জ, ২৭ ডিসেম্বর, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নে নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ-আনসারের ছোড়া গুলিতে এক কিশোর সহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।
গুরুতর আহত অবস্থায় গুলিবিদ্ধ তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
গতকাল রোববার (২৬ ডিসেম্বর) নির্বাচনে ভোটগ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জৈনসার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সিহাব আল মশিউর জানান, সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের শরীরের বিভিন্ন অংশে ছোড়া গুলির চিন্থ ছিলো, প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গুলিবিদ্ধরা হলেন, জৈনসারের কাঠালতলী এলাকার জিয়াউল হকের ছেলে জামির (১৪), একই এলাকার জয়নাল শেখের ছেলে জাহাঙ্গীর ও পাশবর্তী খিলগাঁও এলাকার বারেক বেপারীর ছেলে রাসেল (৩০)।
সিরাজদিখান থানার (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, জৈনসার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ভোট শেষে ব্যালট পেপার সহ অন্যান্য সরঞ্জামাদি উপজেলা কার্যালয়ে আনার সময় উত্তেজিত জনতা সড়ক ব্যাড়িকেড দেয়। এসময় ব্যালট বাক্স ছিনতাইয়ের আশঙ্কায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আনসার ফাঁকা গুলি ছুঁড়েছিলো।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কেন্দ্রটিতে ভোট গননা শেষে চেয়ারম্যান প্রার্থীর ফল প্রকাশ না করেই সংশ্লিষ্টরা কেন্দ্র থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিলে স্থানীয় ভোটাররা তাদের বাঁধা দেয়। এরপর পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ছুঁড়ে। এতে গুলিবিদ্ধ হয় তিনজন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।