৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সকাল ১০:৫৬
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে আ. লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৮ ফেব্রুয়ারি, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় উভয় গ্রুপের ১০ জন আহত হয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের রাজারচর গ্রামে এঘটনা ঘটে। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হামলার ঘটনায় ওই গ্রামের হারুন ঢালী (৩৫), জহিরুল ইসলাম বেপারী (৪০), ইব্রাহীম বেপারী (৩৫), সবুজ মোল্লা (৩০), আওলাদ মাদবর (৫০), জিন্নাত আলীসহ (৫৫) কমপক্ষে ১০ জন আহত হয়। পাশাপাশি ককটেলের আঘাতে দুটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন হক কল্পনা ও সাবেক ইউপি চেয়ারম্যান রিপন পাটোয়ারীর সঙ্গে দীর্ঘদিন যাবৎ রাজনৈতিক বিরোধ চলে আসছে। তারা দুজনেই জেলার শীর্ষ দুই আওয়ামী লীগ নেতার ছত্রছায়ায় আছেন।

হামলার বিষয়ে অভিযুক্ত জুয়েল শিকদারের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে সদর থানার ওসি (অপারেশন) শেখ আবু হানিফ বলেন, ‘রাতে ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে । এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

error: দুঃখিত!