মুন্সিগঞ্জ, ৭ নভেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে বিপুল পরিমান অবৈধ অস্ত্রের ব্যবহার হয়েছে।
আজ শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নের মোল্লাকান্দি ও খাসকান্দি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।ে
এসময় মোল্লাকান্দি ও খাসকান্দি গ্রামের গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরন ঘটিয়ে বাড়ি-ঘর ভাঙচুর করা হয়।
হামলায় গুলিবিদ্ধ কাদের (২৭), রবিন (১৫), রুবেল (৩৫), ফেরদৌস (২৫). নাসির (১২), ফারুক (১৬) ছাড়াও চুন্নু খান (৭০), মাহফুজ (৩০), কহিনুর (৪০) ও শাহীদা বেগম (৪৬) সহ উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
আহতদের গোপনে সরকারি বেসরকারি বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, দুই গ্রামের ৫০ থেকে ৬০ টি ঘর ব্যাপক ভাংচুর করা হয়েছে। ককটেল এর আঘাতে ঘরের চালে ছিদ্র হয়ে গেছে ও কয়েকটি ঘরের চালে অবিস্ফোরিত ককটেল দেখা গেছে।
স্থানীয়রা জানায়, সামসুদ্দিন (মামুন) হাওলাদার গ্রুপের সাথে নজির হাওলাদার ও আহম্মেদ হাওলাদারের গ্রুপের মধ্যে এই সংঘর্ষ ঘটে। এরা দুই গ্রুপই স্থানীয় ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় থাকেন। সংঘর্ষের সময় দুই পক্ষের লোকজন অবৈধ অস্ত্র নিয়ে প্রকাশ্যে গোলাগুলি করে ও ককটেলের বিস্ফোরণ ঘটায়।
এদিকে সামসুদ্দিন (মামুন) বলেন, আমি সকালে গ্রামে ছিলাম। আমরা কারো ঘর ভাঙ্গি নাই, ওরা নিজেরাই করছে। তারা এক মাস যাৎবত হামলার পরিকল্পনা করছে।
এ ব্যাপারে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ অভিযান চালায়। এখন পরিস্তিতি শান্ত রয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।