মুন্সিগঞ্জ, ২৬ ডিসেম্বর ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় আলু বোঝাই নসিমনের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুইজনের প্রাণ গেছে।আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার টংগিবাড়ী-বালিগাও সড়কের চান্দের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, লৌহজং উপজেলার আলী মুহাম্মদ ভূঁইয়ার ছেলে মোটরসাইকেল চালক সাইদ ভূঁইয়া (৪৫) ও নারায়ণগঞ্জের ফতুল্লা এনায়েত মিয়ার ছেলে নসিমনে থাকা আলু ব্যবসায়ী স্বপন (৪০)। তিনি নসিমনের যাত্রী ছিলেন। এ ঘটনায় গুরুতর আহত হানিফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বালিগাঁও বাজার থেকে আলুভর্তি একটি নসিমন টংগিবাড়ী বাজারের দিকে যাচ্ছিলো। নসিমনটি চান্দের বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হন সাইদ ভূঁইয়া ও আলু ব্যবসায়ী স্বপন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফেরদৌস নাহার বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন আমাদের হাসপাতালে আনার আগেই মারা গেছেন। অপর আহত একজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী জানান, নিহতদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পরিবারের সদস্যদের মতামতে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।