১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ১০:৩৯
মুন্সিগঞ্জে আলু ঢাকতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেছে কৃষকের
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩১ মার্চ, ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে আলু ঢাকতে গিয়ে বজ্রপাতে ইমান তফদার (৪০) নামের এক কৃষকের প্রাণ গেছে।

আজ রোববার সকালে তিনি মারা যান। ইমান তরফদার উপজেলার হাসাইল-বানারী ইউনিয়নের আটিগা‌ও গ্রামের কালাচান তরফদারের ছেলে।

ইমানের স্বজনেরা জানান, রোববার সকালে বৃষ্টির পর জমিতে স্তুপ করে রাখা আলু ঢাকতে গেলে বজ্রপাতে ইমান গুরুতর আহত হন। পরে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা শোয়েব আলী বলেন, রোববার ভোরে বজ্রপাতের কারণে ইমান তরফদার নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

error: দুঃখিত!