২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ৪:৫৮
মুন্সিগঞ্জে আলু ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৫ এপ্রিল, ২০২২, সদর প্রতিনিধি  (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের আধারা ইউনিয়নে আলু ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টা’র দিকে আধারা ইউনিয়নের সুমার ঢালী কান্দি এলাকার আলু ক্ষেতের পাশে ডেরা (অস্থায়ী আবাসস্থল) এর সামনে থেকে মৃত অবস্থায় ঐ যুবকের লাশ উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে পুলিশ। এসময় রাতে যুবকের সাথে থাকা আব্দুর রহমান (২৫) নামে আরেকজনকে গুরুতর আহত অবস্থায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, নিহত ঐ যুবকের নাম মিজান খাঁন (২৫)। সে আধারা ইউনিয়নের সুমার ঢালী কান্দি এলাকার আলী আকবরের ছেলে।

পরিবার জানায়, ঢাকার মিরপুরে সে একটি দোকানের কর্মচারি ছিলো। ৩ মাস আগে খালাতো ভাই সুমনের ক্ষেতে আলু পরিচর্যার কাজ করতে মুন্সিগঞ্জে আসে সে। সাথে তার বন্ধু আব্দুর রহমানও থাকতো। আব্দুর রহমানের বাড়ি সিলেটে। সে নওমুসলিম।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক এম এ কালাম জানান, সকাল সাড়ে ৯টা’র দিকে গুরুতর আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। তার মাথায় গুরুতর আঘাত রয়েছে। বর্তমানে সে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) রাজিব খাঁন জানান, পূর্ব বিরোধের জেরে এ হত্যাকান্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। নিহতের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

error: দুঃখিত!