মুন্সিগঞ্জ, ১৯ মার্চ, ২০২৩, শিহাব আহমেদ (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে ১৩দিনের ব্যবধানে নদীর পাড় থেকে আবারও এক মধ্যবয়সী অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হত্যা মামলা দায়ের হলেও লাশের পরিচয় শনাক্ত হয়নি।
এর আগে গেল ৪ মার্চ মুন্সিগঞ্জের শ্রীনগর ও ৫ মার্চ সদর উপজেলায় নদীর পাড় থেকে দুই মধ্যবয়সী পুরুষের লাশ উদ্ধার হয়। ওই ঘটনায়ও হত্যা মামলা দায়ের হলেও এখনো কোন কুলকিনারা করতে পারেনি পুলিশ।
মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ আব্দুস সোবহান জানান, শনিবার সকাল সাড়ে ৯টা’র দিকে সদর উপজেলার চর মুক্তারপুর এলাকায় ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন ধলেশ্বরী নদী থেকে আনুমানিক ৪০ বছর বয়সী পুরুষের লাশ উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় সদর থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।