মুন্সিগঞ্জ, ২৮ জুলাই, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
‘মানবপ্রেম সংক্রমিত হোক’-স্লোগানে মুন্সিগঞ্জে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আনমনা প্রাঙ্গণের উদ্যোগে বিনামূল্যে হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
করোনাভাইরাস মোকাবেলায় রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধিসহ নানারোগে আক্রান্ত প্রান্তিক এই জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।
সোমবার সকাল থেকে মুন্সিগঞ্জ শহরের হাটলক্ষীগঞ্জ বেসরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ৬ শতাধিক নারী-পুরুষকে এই সেবা প্রদান করা হয়।
সোমবার সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলে এই চিকিৎসা সেবা।
এই মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন- মুন্সিগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মকবুল হোসেন ও স্থানীয় নারী কাউন্সিলর নার্গিস আক্তার।
চিকিৎসা সেবা প্রদান করেন, ডা. নাসরিন আক্তার ইমন ও ডা. আবু সায়ের মিথুন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আনমনা প্রাঙ্গণের সভাপতি সাংবাদিক মোজাম্মেল হোসেন সজল, সাধারণ সম্পাদক ডালিম রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈকত হাসান, দপ্তর সম্পাদক আনিসুর রহমান, নাট্যকর্মী লোকনাথ দাস সহ অন্যান্যরা।