মুন্সিগঞ্জ, ১৭ মার্চ, ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে আড়াই বছর পলাতক থাকার পর দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামিকে শশুর বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লৌহজং উপজেলার বানকাইচ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. হোসেন পিন্টু (৩২) টংগিবাড়ী উপজেলার হাসাইল এলাকার বাচ্চু খানের পুত্র। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে ওই আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
টংগিবাড়ী থানার উপপরিদর্শক মো. আল-মামুন এসব তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত পিন্টুর বিরুদ্ধে বিভিন্ন সময় চুরি-মাদকসহ ১৬ টি মামলার রেকর্ড রয়েছে। সর্বশেষ একটি চুরির মামলায় দেড় বছরের সাজাপ্রাপ্ত হওয়ার পর আড়াই বছর ধরে সে পাশের উপজেলা লৌহজংয়ে শশুর বাড়িতে আত্মগোপনে ছিলেন। রোববার দিবাগত রাতে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
তিনি জানান, গ্রেপ্তার আসামিকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।