৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ৩:৪৬
মুন্সিগঞ্জে আটটি ব্যবসা প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৮ মে ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের অভিযানে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

আজ সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ।

তিতাস গ্যাসের মেঘনা আঞ্চলিক বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মনিরুজ্জামান জানান, অভিযানে বালুয়াকান্দি, ভাটেরচর নতুন রাস্তা ও পুরান বাউশিয়া এলাকার তিনটি ঢালাই লোহার কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অন্যদিকে বালুয়াকান্দি ও ভাটেরচর নতুন রাস্তা এলাকায় ৪টি হোটেল ও একটি দোকানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসব প্রতিষ্ঠানে প্রতি মাসে অন্তত ১৫ লক্ষ টাকার গ্যাস চুরি হতো। অভিযানের সময় জড়িতরা কৌশলে পালিয়ে গেছে।

এসময় আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক (মিটার এন্ড ভিজিল্যান্স) আতিকুল ইসলাম।

error: দুঃখিত!