মুন্সিগঞ্জ, ১৩ অক্টোবর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় হোসেন্দি ইউনিয়নের উপনির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনিরুল হক মিঠুকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার।
গতকাল বুধবার উপজেলা নির্বাচন অফিসার ও উপনির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ লিটন মিয়া এই নোটিশ পাঠান।
তিনি ‘আমার বিক্রমপুর’ কে জানান, ‘এখানো নির্বাচনের প্রতীক বরাদ্দ হয়নি। ১৮ তারিখে প্রতীক বরাদ্দের দিন নির্ধারণ করা রয়েছে। কিন্তু তিনি প্রতীক বরাদ্দের আগেই বিভিন্ন জায়গায় প্রতীক ব্যবহার করে নির্বাচনের প্রচার-প্রচারণা চালাচ্ছেন যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।’
তিনি বলেন, ‘তার কাছে এর জবাব চাওয়া হয়েছে। এখনো তিনি জবাব দেননি। জবাব পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’