মুন্সিগঞ্জ, ২২ ফেব্রুয়ারি, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের লৌহজংয়ে মশার কয়েল থেকে আগুন লেগে পাঁচটি দোকান ও চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার কনকসার বাজারে এ আগুন লাগে।
পরে ফায়ার সার্ভিসের সদস্যদের এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ আগুনে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
কনকসার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে স্থানীয় রমজান মিয়ার বসতঘরের মশার কয়েল থেকে এ আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকান ও বসতঘরে। এতে আগুনে পুড়ে যায় স্থানীয় আতাউর রহমানের পাঁচটি দোকান, রমজান মিয়ার দুটি ও রমন মাঝির দুটি বসতঘর। পরে শ্রীনগর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এর মধ্যে পাঁচটি দোকান ও চারটি বসতঘর পুড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।