মুন্সিগঞ্জ, ১ আগস্ট ২০২৩, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
আজ মঙ্গলবার দুপুরে শোকাবহ আগস্টের প্রথম দিনে শহরের সুপারমার্কেট এলাকায় অঙ্কুরিত যুদ্ধ ১৯৭১ ভাষ্কর্যের সামনে এ খাদ্য বিতরণ কর্মসূচির আয়োজন করেন বাংলাদেশ আওয়ামী তরুণ লীগ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি ও ইতালী নেপোলী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিদুল দেওয়ান।
এসময় শহর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান বাবুল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম পলাশ, সহ সভাপতি ইসমাইল দেওয়ান, শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক ফয়সাল হৃদয়, সাংগঠনিক সম্পাদক বাবু সরকার, জেলা ছাত্রলীগের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক হাসিফ মোহাম্মদ রাফিউসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।