শোকাবহ আগস্টের শেষ দিনে মুন্সিগঞ্জ জেলা শহরে মুন্সিগঞ্জ-৩ আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের নেতৃত্বে জেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে শোক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে জেলা ইসলামিক ফাউন্ডেশনের নেতা-কর্মীরাও অংশ নেয়। তাদের অংশগ্রহনে শোক র্যালী স্বতঃস্ফূর্ততা পায়।
শনিবার বিকেল ৪ টায় জেলা শহরের মুক্তিযোদ্ধা সংসদের সামনে থেকে র্যালীটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিলিত হয়। সেখানে শোকসভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য মৃণাল কান্তি দাস ও মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র হাজ্বী মোহাম্মদ ফয়সাল বিপ্লব।
মৃণাল কান্তি দাস তার বক্তব্যে বলেন, ‘অনেকদিন পরে মুন্সিগঞ্জে কোন শোক র্যালীতে এত মানুষের সমাগম ঘটেছে। মুন্সিগঞ্জকে একসময় বিএনপি’র অভয়ারণ্য হিসেবে চিন্হিত করা হতো। এখন সেই অবস্থা নেই’
তিনি এসময় আরও বলেন, ‘বঙ্গবন্ধু হত্যকাান্ড ঘটিয়ে খুনিরা বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলো কিন্তু তার উত্তরসূরীরা তা ঘটতে দেয়নি। বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় তার সুযোগ্য কন্যা দেশরত্ম শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা তার ভ্যানগার্ড হিসেবে সকল স্বাথর্ের উধ্বর্র্ে কাজ করে যাবো’