২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | সকাল ১১:৫৮
মুন্সিগঞ্জে অস্র সহ শীর্ষ সন্ত্রাসী ডিবির কবজায়
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ওদলা সেলিম (৪৫) কে আটক করেছে ডিবি পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে শহরের কোর্টগাও এলাকার তার নিজ বাড়ীতে র্দীঘ সাড়ে ৩ ঘন্টা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসময় তার বসতঘরে তল্লাশী চালিয়ে একটি রিভালবার, একটি দোনালা বন্ধুক, একটি দেশি তৈরি পাইপ গান ,৩০ রাউন্ড গুলি,দু’টি ম্যাগজিন, একটি চাইনিজ কুড়ালসহ ১৫/২০ টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয় ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিবি পুলিশের ওসি মোঃ আবুল কালাম জানান, রাতে গোপন সংবাদের মাধ্যামে খবর পেয়ে ওদলা সেলিমের বসতবাড়ী অভিযান চালানো হয়। অভিযানে এসব অস্ত্রসহ ওদলা সেলিমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অপরাধে মামলার প্রস্তুতি চলছে।

তার বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় একাদিক মামলা রয়েছে।

error: দুঃখিত!