মুন্সিগঞ্জ, ১০ আগস্ট ২০২৩, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের রামেরগাও এলাকায় অর্থের প্রলোভনে প্রতিবেশী ৯ বছরের এক শিশুকে বলাৎকারের ঘটনায় মানববন্ধন করেছে ভুক্তভোগী শিশুর স্বজন ও এলাকাবাসী।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে জেলা শহরের জগধাত্রীপাড়া এলাকায় মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে ভুক্তভোগী শিশুর পিতা অভিযোগ করে বলেন, রামেরগাও এলাকার সমা দেওয়ানের পুত্র মাহিম দেওয়ান (২৩) টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে বুধবার (৯ আগস্ট) বিকাল ৫টার দিকে নিজ ঘরে নিয়ে ৯ বছরের শিশুকে বলাৎকার করে। এসময় শিশুটি আত্মচিৎকার করতে করতে বাড়িতে ফিরে এসে পরিবারকে জানালে তারা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে অভিযুক্ত মাহিমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মুন্সিগঞ্জ সদর থানায় মামলা হয়। কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করছে না।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. সোহাগ হাসান জানান, শিশুটির পায়ুপথে জখমের চিহ্ন রয়েছে। তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সে শঙ্কামুক্ত।
সদর থানার ওসি মিজানুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।