৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৭:৪১
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে অবৈধ সিসা তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২ ফেব্রুয়ারি, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে গড়ে ওঠা সিসা তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.শরীফুল আলম তানভীর এই অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার কেয়াইন ইউনিয়নের একটি বিলে অবৈধভাবে গড়ে ওঠা ৩ টি কারখানায় ব্যাটারী পুড়িয়ে সিসা তৈরি করা হচ্ছিলো। এতে ওই এলাকায় পরিবেশ দূষিত হয়ে গাছ-পালা, পশুর ব্যাপক ক্ষতি হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি কারখানার মালিক নয়ন মিয়াকে (৪০) ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও জানান, আগামী ৪৮ ঘন্টার মধ্যে কারখানাটি অপসারনের নির্দেশ দেয়া হয়েছে ।

error: দুঃখিত!