২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ১২:৪১
মুন্সিগঞ্জে অবৈধ বালু আনলোড বন্ধ করে দিয়েছে প্রশাসন
খবরটি শেয়ার করুন:

জেলা সদরের মুক্তারপুরের বাগবাড়ি ও মালিপাথর এলাকায় ধলেশ্বরী নদীর রক্ষা বাঁধ ঘেঁষে যুবলীগ নেতাসহ পৃথক ২ ব্যক্তির ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু আনলোড বন্ধ করে দিয়েছে প্রশাসন।

এ সময় ২ টি আনলোড ড্রেজার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে শহরের উপকন্ঠ মুক্তারপুর বাগবাড়ি এলাকায় জেলা যুবলীগের সভাপতি আক্তার-উজ্জামান রাজিবের ও মুক্তারপুর ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নীচে অপর আরেক ব্যক্তির অবৈধ বালু আনলোড বন্ধ করে দেওয়া হয়।

মুন্সিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মামুন জানান, পৃথক ওই ২ টি স্থানে ধলেশ্বরী রক্ষা বাঁধে অভিযান চালিয়ে ড্রেজারের মাধ্যমে অবৈধ বালু আনলোড বন্ধ করে দেয়া হয়েছে।

error: দুঃখিত!