২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৯:১৪
মুন্সিগঞ্জে অবৈধ উচ্ছেদ অভিযানে শ্রমিকদের হা.মলা, নিয়ন্ত্রণে পুলিশের গুলি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২১ জানুয়ারি ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের বসুরচর ও চরচাষী এলাকার মেঘনা নদীর পারের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গিয়ে প্যাসিফিক ডেনিমস লিমিটেডের শ্রমিকদের হামলায় বিআইডব্লিউটিএর কর্মকর্তা-কর্মচারী ও দুই পুলিশ সদস্যসহ ৮ জন আহত হয়েছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৩ রাউণ্ড গুলি ছোড়ে পুুলিশ।

আজ রোববার দুপুর একটার দিকে চরচাষী এলাকার প্যাসিফিক ডেনিমস লিমিটেড নামক শিল্প কারখানায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকাল থেকে বিআইডব্লিউটিএর উচ্ছেদ অভিযান চলার এক পর্যায়ে দুপুর একটার দিকে প্যাসিফিক ডেনিমস লিমিটেডের কারখানা এলাকায় উচ্ছেদ অভিযান চলার সময় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে অভিযান সংশ্লিষ্ট লোকজনের উপর হামলা চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নির্দেশে ১৩ রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। পরে উচ্ছেদ অভিযান কার্যক্রম স্থগিত করে চলে যায় বিআইডব্লিউটিএ।

হামলায় আহতরা হলেন, বিআইডব্লিউটিএর মোস্তফা, সাইফুল ইসলাম, আনসার কমান্ডার আনোয়ার, ইসমাইল, মুন্সি আব্দুল্লাহ, বিআইডব্লিউটিএর ট্রাফিক সুপারভাইজার শহিদুল্ ইসলাম, পুলিশ সদস্য হাসেম ও মামুন রানা।

বিআইডব্লিউটিএর মেঘনা জোনের উপ-পরিচালক শরীফ ইসলাম জানান, প্যাসিফিক কারখানার পাশে অভিযান শুরু করলে ওই প্রতিষ্ঠানের বয়লার বিস্ফোরণ হয়। এসময় বিকট শব্দ হলে কারখানার শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে উপস্থিত কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যদের উপর হামলা চালায়। পরে উচ্ছেদ অভিযানে ব্যবহৃত ভেকু মেশিন আটকে যাওয়ায় সাময়িকভাবে অভিযান কার্যক্রম স্থগিত করা হয়ে ।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান জানান, পুলিশের গুলিতে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। অবৈধ উচ্ছেদ অভিযানে পুলিশসহ অন্যান্যদের উপর অতর্কিত হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

error: দুঃখিত!