১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৩:১১
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে অবৈধভাবে বালু ব্যবসা, ইউপি সদস্যকে ১ লাখ টাকা জরিমানা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৭ জানুয়ারি, ২০২০, এম এম রহমান (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মেজবাউদ্দিন ঢালীকে নদী দখল করে বালু ব্যবসার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে সদরের পুরা বাজার সংলগ্ন রজতরেখা নদীর তীরে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহম্মেদ।

ইউপি সদস্য মেজবাউদ্দিন ঢালী দীর্ঘদিন ধরে ঢালীকান্দির পুরা বাজার এলাকায় রজতরেখা নদী বালু দিয়ে ভরাট করে ইট, বালুর ব্যবসা করে আসছিলো।

এ সময় ভ্রাম্যমান আদালত ইউপি মেজবাউদ্দিন ঢালীকে নগদ ১ লাখ টাকা জরিমানা করেন।

পাশাপাশি ভ্রাম্যমান আদালত অবৈধভাবে দখল করা নদী জায়গা হতে ২ দিনের মধ্যে বালু সড়িয়ে নেয়ার নির্দেশ দেন।

মেজবাউদ্দিন ঢালী নোয়াদ্দা ঢালী কান্দির বাসিন্দা এবং সে ৭ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহম্মেদ বলেন, নদী দখল করে বালু ব্যবসা করার দায়ে ইউপি সদস্য মেজবাউদ্দিন ঢালীকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ২ দিনের মধ্যে নদীর জায়গা হতে বালু সরিয়ে নেয়ার জন্য সময় বেঁধে দেয়া হয়েছে।

error: দুঃখিত!