১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৭:৪৫
মুন্সিগঞ্জে অনিয়মের অভিযোগে ঠিকাদারের বিরুদ্ধে মানববন্ধন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৩ ফেব্রুয়ারি, ২০২২, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের উত্তর বালাশুর এলাকায় রাস্তার কাজে অনিয়মের অভিযোগ ঠিকাদার মিজানুর রহমানের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকালে নতুনবাজার ইউনিয়নের ১নং ও ২নং ওয়ার্ডবাসী এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে অংশ্রগ্রহনকারীদের অভিযোগ, মেসার্স মিজান এন্ড ব্রাদার্স নামক ঠিকাদার প্রতিষ্ঠানের কর্ণধার মিজান শেখ বালাশুর (আরএইচডি) হইতে উত্তর বালাশুর পর্যন্ত সড়ক উন্নয়ণ কাজে নিম্নমানের উপকরণ সামগ্রী ব্যবহার করছেন। গুরুত্বপূর্ণ রাস্তায় কচ্ছপগতিতে কাজ করা হচ্ছে। রাস্তার গাইডওয়ালের কাজে পচা ও পুরনো ইটের ব্যবহারের পাশাপাশি কাজে ব্যাপক অনিয়ম করছেন। অনিয়মের বিরুদ্ধে একাধিকবার প্রতিবাদ করা হলেও মিজান শেখ কারও কথার কর্ণপাত করছেন না। ঠিকাদারের কাজের লাইসেন্স বাতিলের দাবী সহ এ বিষয়ে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনকারীরা।

সূত্র জানায়, উপজেলার বিভিন্ন স্থানে মিজান একাধিক সড়কের কাজের টেন্ডার পায়। এসব সড়কের কাজই মিজান সম্পন্ন করতে পারেনি। কোন কোন সড়কের সংস্কার কাজে ৩ থেকে ৫ বছর অতিবাহিত হলেও কাজের নামে সড়ক বেহাল করে রাখা হয়েছে। এতে করে বিভিন্ন ইউনিয়নের বেহাল রাস্তায় প্রতিনিয়ত হাজার হাজার মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন।

শ্রীনগর উপজেলা সহকারী প্রকৌশলী (এলজিইডি) ও রাস্তাটির কাজ তদারকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি ঠিকাদার মিজান শেখকে সঠিক নিয়মে কাজের জন্য একাধিকবার বলেছি। তাকে চিঠিও দেওয়া হয়েছে। সে আমাদের কথা শুনেনি।

error: দুঃখিত!