১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | সন্ধ্যা ৭:৫৩
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে অটো দূর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৬ আগস্ট, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।

গতকাল রোববার (১৫ আগস্ট) সকাল ৬ টা’র দিকে টংগিবাড়ীর পাইকপাড়া চৌরাস্তায় এই দূর্ঘটনা ঘটে। নিহত সবজি ব্যাবসায়ীর নাম সাইফুল (৫০)। তিনি উপজেলার চাঙ্গুরি এলাকার বাসিন্দা। সে নারায়ণগঞ্জে সবজির ব্যবসা করতেন।

স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে অটোরিকশায় চড়েন সাইফুল। এরপর অটোরিকশাটি পাইকপাড়া চৌরাস্তা এলাকায় পৌঁছালে চাকা পাংচার হয়ে যায়। এতে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে।

এতে সাইফুল গুরুতর আহত হন। এ সময় স্থানীয় লোকজন সাইফুলকে উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম জানান, এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তাঁদের লিখিত আবেদনের ভিত্তিতে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!