মুন্সিগঞ্জ, ৪ নভেম্বর, ২০২০, লৌহজং প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের লৌহজংয়ে অটোরিক্সার চাপায় রাফিন নামের ৪ বছরের এক শিশুর মুত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয় মুসা নামের ৭ বছরের আরেক শিশু।
লৌহজংয়ের ঘোড়দৌড় বাজারে বুধবার পৌনে ১ টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ঘোড়দৌড় বাজারের প্রধান সড়কের পাশে রাফিন ও মুসা নামের দুই শিশু রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি অটোরিক্সা সড়ক দিয়ে যাওয়ার সময় দুুজনকে ধাক্কা দেয়। পরে বাচ্চা দুটো অটোরিক্সার নিচে পড়ে গেলে অটোচালক লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিছুক্ষণ চিকিৎসা দেওয়ার পরে কর্র্তব্যরত চিকিৎসক রাফিন নামের শিশুটিকে মৃত ঘোষণা করেন।
আর অন্য শিশু মুসাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। মৃত রাফিন উপজেলার লৌহজং-তেউটিয়া ইউনিয়নের বড় নওপাড়া গ্রামের রফিকুল মুন্সীর ছেলে।