মুন্সিগঞ্জ, ২৩ জুন ২০২৩, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে পালিয়ে যাওয়ার সময় নয়ন মিয়া (২৯) নামে এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে ভবেরচর বাসষ্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত নয়ন মিয়া সিরাজগঞ্জের সাতিয়াতলা এলাকার মৃত হোসেন মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ব্যাটারিচালিত অটোরিকশা চালক মো. আজিজ মিয়া ভবেরচর বাসষ্ট্যান্ডে তার অটোরিকশাটি রেখে চায়ের দোকানে যায়। একটু পরে সে দোকান থেকে দেখে তার অটোরিকশাটি অপরিচিত এক ব্যক্তি ডুপ্লিকেট চাবি দিয়ে চালু করে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। পরে তিনি চোর চোর বলে চিৎকার করলে চোর অটোরিকশাটি ফেলে পালানোর সময় স্থানীয় জনতা ওই যুবককে আটক করে পিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী জানান, স্থানীয়রা এক যুবককে চুরির দায়ে আটক করে পুলিশে দিলে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।