মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে গোলাম আলম বেপারী (৪০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
এতে আরও দুই যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বালিগাঁও ইউনিয়নের তস্তিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম আলম বেপারী শেরপুরের ফয়েজ বেপারীর ছেলে।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মনির হোসেন জানান, ব্যাটারিচালিত অটোরিকশাটি তস্তিপুর এলাকা থেকে বালিগাঁও যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়ার পর আকস্মিক উল্টে যায়। এতে অটোরিকশার তিন যাত্রী আহত হন। দুইজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। তবে গুরুতর আহত অবস্থায় নির্মাণ শ্রমিক আলম বেপারীকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আনার পরপরই তিনি মারা যান।