২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | বিকাল ৪:৩৬
মুন্সিগঞ্জে অটোচালক চালক নয়ন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৯ সেপ্টেম্বর, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের অটোচালক নয়ন দাসকে নারায়ণগঞ্জে হত্যার ঘটনায় মামুন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে জেলার টংগিবাড়ী আব্দুল্লাপুর এলাকা থেকে তাকে আটক করে ফতুল্লা থানা পুলিশ।

টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে জানান, নয়ন হত্যায় টংগিবাড়ী পুলিশের সহযোগিতায় আব্দুল্লাপুর থেকে একজনকে আটক করেছে ফতুল্লা থানা পুলিশ। আটককৃতকে ফতুল্লা থানায় নেওয়া হয়েছে।

এদিকে দরিদ্র অটোচালক নয়ন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে টংগিবাড়ী উপজেলার আব্দুল্লাপুর বাজারে প্রথমে মানববন্ধন ও পরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এতে নিহত নয়নের বাবা-মা স্বজন সহ স্থানীয় কয়েকশতাধিক এলাকাবাসী অংশ নেয়। মানববন্ধনকারীরা হত্যাকান্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।

প্রসঙ্গত, গত ৫ আগষ্ট রোববার সন্ধ্যায় বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হয় নয়ন দাস (১৮)। দুইদিনের মাথায় গত ৭ আগষ্ট দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তবলী এলাকায় ফসলী জমি থেকে নয়নদাসের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নয়ন আব্দুল্লাপুর এলাকার জয়ো দাসের ছেলে। এ ঘটনায় নয়নের পিতা জয়ো দাস বাদী হয়ে ফতুল্লা থানায় অজ্ঞাতনামা হত্যা মামলা দায়ের করেন।

error: দুঃখিত!