মুন্সিগঞ্জ, ২৪ এপ্রিল ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বঙ্গবন্ধু মহাসড়কে ঢাকামুখী ওভারপাসের নিচ থেকে অটোচালক শাহাদাৎ (৩০) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, গভীর রাতে তাকে মেরে অটোটি নিয়ে গেছে দুবৃত্তরা।
মৃত শাহাদাৎ বরিশালের বানারি পাড়া উপজেলার হাকিম হাওলাদারের ছেলে। পরিবার নিয়ে তিনি ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় থাকতেন। গতকাল রোববার বিকাল ৪টা’র দিকে তিনি অটো নিয়ে বাসা থেকে বের হন বলে পরিবার জানায়।
সোমবার সকাল সোয়া আটটার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রামেরখোলা এলাকায় ঢাকাগামী ফ্লাইওভারের নিচ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুল হক এসব তথ্য জানান। তিনি জানান, মরদেহের নাকে-মুখে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে কেউ তাকে মেরে ওভারপাসের উপর থেকে নিচে ফেলে দিয়েছে। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।