মুন্সিগঞ্জ, ২৮ নভেম্বর, ২০২২, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে আনুমানিক ২৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সিরাজদিখান থানা পুলিশ।
আজ সোমবার বিকাল ৩ টায় উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেয়াইন ইউনিয়নের রামের খোলা নামক এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের উড়ালসড়কের নিচে রেলওয়ের সড়ক থেকে অজ্ঞাত ঐ যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
সিরাজদিখান থানার ওসি মিজানুল হক জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।