১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ১০:৪৫
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৩ ডিসেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর নীচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে জেলার গজারিয়া উপজেলার তেতৈতলা গ্রামের সেতুর গাইডওয়ালের নীচে থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় লাশের পাশে একটি বিষের বোতল পাওয়া যায়।

গজারিয়া থানার ওসি মোল্লা সোহেব আলী জানান, মেঘনা সেতুর গাইডওয়ালের নীচে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে আনুমানিক ৫৫ বছর বয়সী ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

error: দুঃখিত!