১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | দুপুর ১২:০১
মুন্সিগঞ্জে অজ্ঞাত বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার
খবরটি শেয়ার করুন:
21

মুন্সিগঞ্জ, ১৯ জুলাই, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে আনুমানিক ৬৫ বছর বয়সের এক অজ্ঞাত বৃদ্ধা মহিলার লাশ পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৯ জুলাই) সকাল ১০ টায় উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মালবদিয়া গ্রামের ফারুক তালুকদারের দনিচা ক্ষেতে ভাসমান অবস্থায় বৃদ্ধা মহিলার লাশ পানিতে ভাসতে দেখে এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

এবিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ ফরিদউদ্দিন জানান, ৬০ থেকে ৬৫ বছরের অজ্ঞাত বৃদ্ধা মহিলার লাশ পানিতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। এলাকাবাসী তাকে পাগল হিসেবে চিনে। শরীরে কোন আঘাতের চিহ্ন নাই। ধারণা করা হচ্ছে সে পানিতে পরে মারা গেছে।