১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ২:৩৬
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে অজ্ঞাত বাসের ধাক্কায় প্রাণ গেছে বাবা-মেয়ের
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২১ ফেব্রুয়ারি ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

বঙ্গবন্ধু মহাসড়কের মুন্সিগঞ্জের শ্রীনগরে অজ্ঞাত বাসের ধাক্কায় প্রাণ গেছে মোটরসাইকেলে থাকা বাবা-মেয়ের।

বুধবার দুপুর দেড়টার দিকে মহাসড়কের হাসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোটরসাইকেল চালক কামাল হোসেন (৩১) ও মাহিরা মাহি (১০)। সম্পর্কে তারা বাবা-মেয়ে। ওই দুইজনের বাড়ি বরিশালের বাবুগঞ্জ থানায় বলে জানিয়েছে পুলিশ।

হাইওয়ে পুলিশ ও শ্রীনগর ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, দুপুরে হাসাড়া বাজার আন্ডারপাসে মাওয়াগামী রাস্তায় অজ্ঞাত বাস ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে থাকা বাবা-মেয়ে মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাদের প্রাণ যায়।

পরে শ্রীনগর ফায়ার সার্ভিস ও হাসাড়া পুলিশ ফাড়ির একটি টিম ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে হাসাড়া পুলিশ ফাড়িতে নিয়ে যায়।

শ্রীনগর হাসাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ এসব তথ্য নিশ্চিত করে জানান, নিহত কামাল হোসেন ও তার মেয়ে মাহিরা মাহির মরদেহ হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। ঘাতক বাসটিকে সনাক্ত করে আটকের চেষ্টা করা হচ্ছে।

error: দুঃখিত!