৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ১০:০৬
মুন্সিগঞ্জে অজ্ঞাত পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৫ মার্চ, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকী এলাকায় নদীর পার থেকে আনুমানিক ৩০-৩৫বছর বয়সী অজ্ঞাত পুরষের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুর ১টা’র দিকে টরকী এলাকায় আফিজউদ্দিন মৃধার বাড়ির পেছনে নদীতে কচুরিপানা ও কাঁদার মধ্যে লাশটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে বিকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি মো. তারিকুজ্জামান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর কেউ লাশটি নদীতে ফেলে দিয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

error: দুঃখিত!