৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সকাল ৯:৫৯
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে অগ্নিকান্ডে দশ দোকান পুড়ে ছাই, ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২০ এপ্রিল, ২০২১, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় হাজ্বী জিন্নাত আলী মার্কেটে আগুন লেগে দশটি দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পরে গজারিয়া ফায়ার সার্ভিস গতকাল সোমবার (১৯ এপ্রিল) সকালে আগুন নিয়ন্ত্রনে আনে। এর আগে ভোর চার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী বাস ষ্ট্যান্ড এলাকায় নেয়ামত শুকরিয়া শপিং কমপ্লেক্স সংলগ্ন হাজ্বী জিন্নাত আলী মার্কেটে এ ঘটনা ঘটে।

পুড়ে যাওয়া দোকানগুলো হলো মুদিদোকান, কাঁচা তরিতরকারির দোকান, জুতার দোকান, সেলুন, লন্ড্রি, ফলের দোকান, বয়লার মুরগির দোকান, শেখ ফার্নিচার।

মোবাইল ব্যবসায়ী আবুল কাশেম ও বয়লার মুরগির দোকানী স্বাধীন জানান, ভোর চারটার দিকে জিন্নাত আলী মার্কেটে আগুন লেগেছে এমন খবর জানিয়ে নাইটগার্ড তাঁকে মুঠোফোনে খবর দেন। তিনি খবর পেয়ে সাথে সাথে এসে তার আত্মীয় স্বজনদের খবর দেন। মার্কেটের মালিক মোস্তাফিজুর ভাই গজারিয়া ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে নিয়ন্ত্রনে করেন।

আবুল কাশেমের দাবি, আগুন লাগার ঘটনায় এসব দোকানের অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।

গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টীম লিডার সাইদুর রহমান খান দিপু জানান, খবর পেয়ে চারটা ২০মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটি থেকে এ আগুন লেগেছে। এতে প্রায় ১১লাখ টাকার টাকার মালামাল পুড়ে গেছে। ২০ লাখ টাকার মতো মালামাল উদ্ধার গেছে।

ফায়ার স্টেশন টীম লিডারের অভিযোগ, আশেপাশে পর্যাপ্ত পানির মজুত না থাকায় আগুন নেভাতে বেশি সময় লেগেছে।

error: দুঃখিত!