১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৮:১৫
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জের ৫ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীর কারাগারে মৃত্যু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৪ মে, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়ার আলোচিত ৫ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী হাশিম হাওলাদার (৭০) ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যু বরণ করেছেন।

গত শনিবার (২২ মে) রাতে তার মৃত্যু হয়।

২০০১ সালে বাঘড়ার সাবেক ইউপি চেয়ারম্যান মনোয়ার আলীসহ ৫ জনকে পূর্ব শত্রুতার জের ধরে প্রকাশ্যে হত্যার ঘটনা ঘটে। ওই মামলার আসামী বাঘড়া ইউনিয়নের মৃত জাবেদ আলী হাওলাদারের ছেলে হাশিম হাওলাদার। ২০০৩ সালে পুলিশ তাকে গ্রেপ্তার করে। নিম্ন আদালত ও হাইকোর্ট তাকে মৃত্যুদন্ড প্রদান করে।

হাশিম হাওলাদারের পরিবার এই রায়ের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে আপিল করলে কোর্ট তাকে মৃত্যুদন্ডাদেশ বাদ দিয়ে যাবজ্জীবন কারাদন্ডের রায় দেয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকাবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়। এই মামলার প্রধান আসামী বাঘড়ার সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ুব আলীর মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে।

error: দুঃখিত!