১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৭:০৫
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জের ৩টি আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৭ নভেম্বর ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে একাদশ জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি।

সোমবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয় মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ২৮৯ আসনে চূড়ান্ত প্রার্থীর তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

এসময় মুন্সিগঞ্জের ৩টি আসনের জন্যও জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা করা হয়। তারা হলেন- মুন্সিগঞ্জ ১ আসনে দলটির প্রেসিডিয়াম সদ্য অ্যাড শেখ মো. সিরাজুল ইসলাম, মুন্সিগঞ্জ ২ আসনে জেলা জাতীয় পার্টির সভাপতি মো. জয়নাল আবেদিন ও মুন্সিগঞ্জ ৩ আসনে জেলা শাখার সাধারণ সম্পাদক অভিনেতা এএফএম রফিকুল্লাহ সেলিম।

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর ও ভোটগ্রহণ আগামী জানুয়ারির ৭ তারিখে।

error: দুঃখিত!