শিক্ষাপ্রতিষ্ঠান বিহীন মুন্সিগঞ্জ সদরের পূর্ব শীলমন্দির আদর্শ গ্রামে জেলা প্রশাসনের অর্থায়নে ‘জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয়’ নামে একটি বিদ্যালয়ের কার্যক্রম শুরু করেছেন জেলা প্রশাসক সায়লা ফারজানা।
মঙ্গলবার দুপুরে নতুই এই বিদ্যালয়ের উদ্বোধন শেষে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করেন তিনি।
জেলা প্রশাসক সায়লা ফারজানা তার বক্তব্যে বলেন, ‘দেশ যখন দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে তখন শিক্ষাখাতে আমাদের আরও এগোতে হবে। মুন্সিগঞ্জের কোমলমতি শিশুরা অনেক মেধাবী। তাদের শিক্ষার সুযোগ করে দেওয়া আমাদেরই দায়িত্ব’
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আসমা শাহীনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, মুন্সিগঞ্জ পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, সরকারী হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক প্রবীর কুমার গাঙ্গুলী, প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার অধিকারী, দৈনিক সভ্যতার আলোর সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, দৈনিক নাগরিক সময়ের সম্পাদক তানভীর হাসান প্রমুখ।