মুন্সিগঞ্জ, ৭ জুন, ২০২১, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘরের উত্তর উমপাড়া আবাসিক এলাকায় অবৈধভাবে গড়ে উঠেছে পুরাতন ধাতব গলানোর একটি অবৈধ ঢালাই কারখানা। এসকে স্বপন মেটালের ঢালাই কারখানা এটি। এ নামে গড়ে উঠা অবৈধ কারখানার বিষাক্ত ধোয়ায় ভয়াবহ পরিবেশ দূষন হচ্ছে। ওই কারখানার আশ পাশে বসবাসকারীরা চরম স্বাস্থ্য ঝুঁকিতে থাকার অভিযোগ করেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন উপজেলার ষোলঘরের উত্তর উমপাড়ায় ঢালাই কারখানাটি গড়ে তোলেন স্বপন নামে এক ঢাকার মেটাল ব্যবসায়ী। ঢালাই কারখানায় বিভিন্ন রকম ধাতব চুল্লিতে পুড়িয়ে সিসার প্লেট তৈরী করা হচ্ছে। ধাতব পুড়িয়ে সিসার বার তৈরী করার সময় চুল্লি থেকে বিষাক্ত ধোঁয়া ও ধুলা ময়লায় পরিবেশ দূষিত হচ্ছে।
দেখা যায়, ছাড়পত্রবিহীন কারখানায় ৮/১০ জন শ্রমিক মাস্ক ছাড়া ও ময়লা জামা কাপড় পড়ে চুল্লিতে বিভিন্ন ধাতব পোড়ানোর কাজ করছে। চুল্লী চালু অবস্থায় বিষাক্ত ধোঁয়ার সাথে রাসায়নিকের উৎকট গন্ধে ও ধুলা বালির জন্য কারখানায় দাড়ানো প্রায় অসম্ভব হয়ে পড়ে।
খোঁজ নিতে চাইলে রুবেল নামে কারখানা মালিকের ভাগিনা পরিচয় দিয়ে একজন বলেন, মালিকের বাড়ি ঢাকায়। প্রায় ৫/৬ মাস যাবৎ কারখানাটি এখানে দেওয়া হয়েছে। কারখানাটির বৈধ কোনও কাগজপত্র রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে রুবেল বলেন, আপনাদের কিছু জানার থাকলে মালিকের সাথে ফোনে কথা বলেন। আমি কিছু জানিনা।
এলাকাবাসী জানায়, এ কারখানার চুল্লীর ধোঁয়ায় আশ পাশে অন্ধকার হয়ে যায়। দেখলে মনে হবে কুয়াশা পড়েছে। তারা বলেন, এছাড়া বাতাসে রাসায়নিক গন্ধ যুক্ত ধোঁয়ার কারনে তাদের শ্বাস নিতেও অনেক কষ্ট হয় ।
কারখানা সংলগ্ন আবাসিক বাড়ির নাসরিন বেগম অভিযোগ করে বলেন, দিন রাত ২৪ ঘন্টাই কারখানায় কাজ চলে। টুং টাং শব্দে ও দুর্গন্ধযুক্ত বিষাক্ত ধোঁয়ার কারণে আমরা ঘরে ঘুমাতে পারছিনা। শিশু বাচ্চাদের নিয়ে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছি। আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
কারখানাটির মালিক মো. স্বপন মিয়ার কাছে এ বিষয়ে জানতে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
এ ব্যাপারে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রণব কুমার ঘোষকে অবগত করা হলে তিনি বলেন, কারখানাটির বিষয়ে আমি অবগত নই। তবে পরিবেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।