মুন্সিগঞ্জ, ৯ জুলাই, ২০২১, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর (আশ্রয়ণ প্রকল্প-২) ভূমিহীনদের মাঝে হস্তান্তর করা হয়েছে।
আজ শুক্রবার (৯ জুলাই) দুপুর ১২ টায় প্রকল্পের প্রথম পর্যায়ের নির্মাণাধীন ৭টি ঘর কুকুটিয়া ইউনিয়নের কুকুটিয়া গ্রামের উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়।
কুকুটিয়া ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা গোলাম হোসেন কিবরিয়ার পরিচালনায় এসব ঘর হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির।
এসময় আরও উপস্থিত ছিলেন, কুকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল হোসেন, কুকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক আক্তার হোসেন মিন্টু, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান উজ্জ্বল, কুকুটিয়া ইউপি সচিব পারভেছ দেওয়ান, ইউপি সদস্য ইউনুছ খান, মোকশেদুর রহমান, মো. কাইয়ুম মিন্টু, নজরুল ইসলাম, আনজাম মাসুদ লিটন, রেখা বেগম, জাকিয়া সুলতানা রোজী, ফরিদা ইয়াসমিন প্রমুখ।